আমরা অনেকেই মাথা ব্যাথার সমস্যায় ভুগে থাকি। কিন্তু আমরা জানি না কিভাবে ব্যাথা থেকে মুক্তি পেতে পারি । তাই আমরা জানবো কীভাবে ব্যাথা থেকে মুক্তি পেতে পারি । তার আগে বলে দেয় আমরা মাথা ব্যাথার ঔষধ খেতে গিয়ে অনেক বড় ভুল করে থাকি । আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক মেডিসিন খেতে হবে। তাছাড়া আপনার অজান্তেই অনেক বড় ক্ষতি হতে পারে । কি কি ভয়ংকর ক্ষতি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করবো। তাই মনোযোগ সহকারে লেখাটি পরুন।
মাথা ব্যাথার ঔষধ ও পার্শ্ব প্রতিক্রিয়াঃ
১। Anilic 200mg (tolfenamic acid)
anilic 200mg মাইগ্রেন জনিত ব্যাথা, বেদনানাশক, জ্বরে বেদনানাশক হিসেবে ব্যবহার হয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব, ক্ষুদামন্দা, মস্তিস্ক ব্যাথা, কাঁপুনি, শিহরণ, ক্লান্তি সহ রক্তের উপাদান গুলোর পরিমান হ্রাস বৃদ্ধি এবং হেপাটাইটিস হতে পারে। তাই অবশ্যই ব্যাথার ঔষধ কেনার আগে ডাক্তার এর পরামর্শ গ্রহন করুন।
২। Arain 200mg.
arain 200mg প্রচন্ড মাথা ব্যাথার ঔষধ যা তীব্র মাইগ্রেন জনিত ব্যথায় ব্যবহার হয়। এছাড়াও পোষ্ট অপারেটিভ ব্যথা সহ জ্বর ব্যথায় বেদনানাশক হিসেবে ইহা নির্দেশিত। পার্শ প্রতিক্রিয়া গুলো উপরে নির্দেশিত anilic 200mg এর মত । তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এসকল মেডিসিন সেবন হতে বিরত থাকুন।
৩। Migrex 200 mg.
migrex 200mg একই শ্রেণীর ঔষধ। তাই বলে আপনি ফার্মেসী থেকে মাথা ব্যাথার ঔষধ ক্রয় করতে পারবেন না। তাতে সাময়ীক ব্যাথা কমে গেলেও হিতে বিপরীত হতে পারে। তাই আপনাকে ডাক্তারের সরণাপন্ন হতে হবে।
৪। Mygan 200mg.
এগুলো সব একই ধরনের মাথা ব্যাথার ঔষধ। এরকম আরও অনেক কোম্পানির ঔষধ পেয়ে যাবেন নিকটস্থ ফার্মেসীতে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আপনার একটি ভুলের কারনে আপনার কত বড় ক্ষতি হতে পারে ।
মাথা ব্যাথা কী কারণে হয়?
উত্তরঃ মাথা ব্যাথা আসলে কোন রোগ নয় । হ্যা ঠিকই শুনেছেন, আপনি হয়তো ভাবছেন এটা আবার কী কথা? আসল সত্য হল হ্যা ব্যাথা কোন রোগ নয়। এটি অন্য একটি রোগের উপসর্গ মাত্র। আপনার শরীরে যখন কোন রোগ বাসা বাঁধে তখন আপনার শরীর তা বুঝেতে পারে। তখন আপনার দেহ আপনার মস্তিস্ককে সিগনাল পাঠাই। আপনার শরীরের এই অংশে সমস্যা বা রোগ সৃষ্টি হয়েছে। যখন বডির ঐ অংশ ব্রেণে সংকেত পাঠাই। তখন আপনার মস্তিস্কে ব্যাথা অনুভব করে। ব্যাথা আপনাকে সংকেত দেয় যে আপনার কোন রোগ হয়েছে। ডাক্তারের অনুমতি ছাড়া কিন্তু মাথা ব্যাথার ঔষধ খাবেন না।
তাহলে করনীয় কি?
উত্তরঃ মাথা ব্যাথা হলে আমরা সবাই কষ্ট ভোগ করি। এটা থেকে আমাদের মুক্তি পেতে হলে কি রোগ হয়েছে তা জানতে হবে। একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের নির্দেশ মোতাবেক পরীক্ষা করতে হবে। কোন রোগ ধরা পরলে সাথে সাথে চিকিৎসা করা উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ তাড়াতাড়ি ভালো হয়। অসুখ পুরাতন হয়ে গেলে সমস্যা বৃদ্ধি পায়। তাই শুরুতেই চিকিৎসা করতে হবে। যদি মাথা ব্যাথার ঔষধ খাওয়া থেকে মুক্তি চান।
উপসংহারঃ
তাহলে আমরা শিখতে পারলাম মাথা ব্যাথার ঔষধ খাওয়ার নিয়ম। নিজে ডাক্তারি করে মেডিসিন খাবো না। ড্রাগ সেবনের সঠিক ব্যাবহার। অবশ্যই ডাক্তার সাহেবের কাছে যাবো।
ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনাদের কোন প্রশ্ন অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আরো জানুনঃ বাংলাদেশে MRI TEST করতে কত টাকা লাগে ?
ফেসবুক পেজ : লাইক দিয়ে সাথে থাকুন।


0 মন্তব্যসমূহ